ধোয়ার ভুলে সাদা কাপড়ে অন্য কাপড়ের রং লাগিয়ে ফেলেনি এমন মানুষ হয়ত খুঁজে পাওয়া যাবে না।
কাপড় পরিষ্কার করতে গিয়ে এমন আরও অনেক সমস্যা তৈরি হয়। এদের মধ্যে কিছু ভুল একেবারেই সমাধানের অযোগ্য। তবে কিছু সমস্যা কিছু মাত্রায় সমাধান করা যায়।
তাই প্রথম কথা হল বিষয়গুলো মাথায় রেখে ভুল এড়াতে হবে।
তোয়ালে পানি শোষণ করে না
তোয়ালে সঠিকভাবে পরিষ্কার না করলে এর পানি শোষণ করার ক্ষমতা কমতে থাকে। প্রধান কারণ হল অতিরিক্ত ‘ফেব্রিক সফ্টেইনার’য়ের ব্যবহার।
রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে এই বিষয়ে ‘মিজ মেয়ার’স ক্লিন হোম’ বইয়ের মার্কিন লেখক নিকোল স্ফোর্জা বলেন, “তোয়ালের কাপড়ের ওপর মোমের মতো আবরণ তৈরি করে দেয় ‘ফেব্রিক সফ্টেইনার’। ফলে তোয়ালে ঠিক যে কারণে ব্যবহার করা হয় সেই কাজটাই আর ঠিক মতো হয় না। এই আস্তর দূর করার জন্য ভিনিগার দিয়ে তোয়ালে পরিষ্কার করতে হবে।”
এক কাপের এক চতুর্থাংশ ‘হোয়াইন ভিনিগার’ পানিতে মিশিয়ে তাতে কয়েকবার তোয়ালেটি ধুয়ে নিতে হবে। আর ভবিষ্যতে ‘ফ্রেবিক সফ্টেনার’ ব্যবহার বাদ দিতে হবে কিংবা একদম কমিয়ে দিতে হবে।