যেসব লক্ষণে বুঝবেন হাড়ক্ষয়, কী করবেন?

যুগান্তর প্রকাশিত: ০২ অক্টোবর ২০২২, ১৩:০৩

৪৫ থেকে ৫০ বছর পার হওয়ার পর মানুষের শরীরে হাড়ের সমস্যাগুলো দেখা দেয়। হাড় ক্ষয় ও ফুলকো হওয়ার মতো সমস্যাগুলোও দেখা দেয়। মারাত্মক হাড়ক্ষয়ে হাঁচি বা কাশি দিলেও তা ভেঙে যেতে পারে।



পুরুষ বা নারীদের দেহের হাড় সাধারণত ২৮ বছর বয়স পর্যন্ত ঘনত্বে বাড়ে; ৩৪ বছর পর্যন্ত তা বজায় থাকে। এরপর থেকে হাড়ক্ষয় হতে থাকে।


যাদের হাড়ক্ষয়ের ঝুঁকি বেশি তাদের হাড়ের ঘনত্ব দ্রুত কমতে থাকে। নারীদের মাসিক-পরবর্তী সময়ে হাড়ক্ষয়ের গতি বেগবান হয়। এছাড়া অনেক কারণ বা স্বাস্থ্য ঝুঁকি হাড়ক্ষয়ের আশঙ্কা বাড়াতে পারে।


এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন হরমোন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. শাহজাদা সেলিম। 


হাড়ক্ষয়ের ঝুঁকি


অসংশোধনযোগ্য ঝুঁকি


* বয়োবৃদ্ধি


* স্ত্রী লিঙ্গ


* জিনগত ত্র“টি


* অপারেশনের কারণে ডিম্বাশয় না থাকা


* হায়পোগোনাডিজম (পুরুষ ও মহিলার)


* অতি খর্বাকৃতি


সংশোধনযোগ্য ঝুঁকি


* ভিটামিন ডি’র ঘাটতি


* ধূমপান


* অপুষ্টি (ক্যালসিয়াম, জিঙ্ক, ভিটামিন এ, কে ইত্যাদি)


* ক্ষীণকায় দৈহিক আকার


* আমিষনির্ভর খাদ্যাভ্যাস


* বেশি বয়সে অতিরিক্ত চা, কফি, চকোলেট গ্রহণের অভ্যাস।


* খাদ্যে বা বাতাসে ভারী ধাতু


* কোমল পানীয় ও মদ্যপান


মেডিকেল ঝুঁকি


* দীর্ঘদিনের অচলাবস্থা

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us