ইন্দোনেশিয়ায় ফুটবল মাঠে পদদলিত হয়ে ১২৯ জনের প্রাণহানি

আজকের পত্রিকা প্রকাশিত: ০২ অক্টোবর ২০২২, ১১:৪৫

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা অঞ্চলের মালাং শহরে ফুটবল মাঠে পদদলিত হয়ে ১২৯ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৮০ জন। স্থানীয় সময় শনিবার (১ অক্টোবর) রাতে মর্মান্তিক এই ঘটনা ঘটে।


রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, কানজুরুহান স্টেডিয়ামে খেলায় জয়-পরাজয়কে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধলে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এ সময় হুড়োহুড়িতে পদদলিত হয়ে এবং শ্বাসকষ্টে মৃত্যু হয় অনেকের।


স্থানীয় পুলিশ জানিয়েছে, ওই স্টেডিয়ামে আরেমা এফসি ও পেরসেবায়া সুরাবায়া নামের দুটি ফুটবল ক্লাবের মধ্যে খেলা চলছিল। খেলায় আরেমাকে ৩–২ গোলে হারায় পেরসেবায়া। হারের পর স্টেডিয়ামে থাকা দলটির সমর্থকেরা মাঠে নেমে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তাদের থামাতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এতে আতঙ্কিত হয়ে দৌড়াতে থাকে দর্শকেরা। এ সময় পদদলিত হয়ে নিহত হয় অনেকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us