ক্ষত কাটিয়ে আবার সেজেছে মণ্ডপ, উৎসবের রঙ ছড়াতে এল বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা; তবে আগেরবারের সহিংসতার পেছনের ব্যক্তিদের বিচার এতদিনেও শুরু না হওয়ায় আক্ষেপের সুর কাটেনি এখনও।
জেলায় জেলায় মণ্ডপ, মন্দির আর হিন্দুবসতিতে ভাঙচুর ও হামলা, সংঘর্ষ আর প্রাণহানির ঘটনায় শতাধিক মামলার অনেকগুলোর কূল কিনারা বাকি। অভিযুক্তদের নামে অভিযোগনামা তৈরির কাজও শেষ হয়নি বেশ কয়েকটিতে। তদন্তেই দীর্ঘসময় লেগে যাওয়ায় এরই মধ্যে আসামিদের বেশির ভাগই জামিনে ছাড়া পেয়েছেন বলে তথ্য মিলছে।
এক বছর পেরিয়ে গেলেও চারটি মহানগর ও ২৮টি জেলায় ছড়িয়ে পড়া সাম্প্রদায়িক সেই হামলার ঘটনায় দায়ের করা ১২৪টি মামলার কোনটিরই বিচার শুরু হয়নি; এখনও তদন্তের পর্যায়েই রয়েছে বেশির ভাগ মামলা।
সেসময় আট জেলায় দায়ের ২৬টি মামলার তদন্তের দায়িত্ব পায় পুলিশের বিশেষায়িত ইউনিট (পিবিআই)। এসব মামলায় গ্রেপ্তার ১৭২ জনের মধ্যে ১২৮ জন গত এক বছরে জামিনে বেরিয়ে গেছেন বলে তাদের কাছে তথ্য রয়েছে। আর ১৪টির তদন্তে শেষে অভিযোগপত্র দেওয়া হয়েছে।
আরেকটি উৎসব শুরুর আগে সনাতন এই ধর্মের নেতারা বলছেন, হামলাকারীরা বিচারের আওতায় এলে তারা স্বস্তিতে থাকতেন।