পিতলের গামলার মধ্যে বসে হবু দম্পতি। চারদিকে গাঁদা, গোলাপ আর রজনীগন্ধার পাপড়ি ছড়ানো, এভাবেই সাজিয়ে তোলা হয়েছিল আলি ফজল ও রিচা চাড্ডার গায়ে হলুদের অনুষ্ঠান।
রিচা চাড্ডার পরনে ছিল লেহেঙ্গা চোলি, আর আলি ফজলের পরনে সাদা শেরওয়ানি, গলায় অর্কিডের মালা পরে, হাতে হাত ধরে সঙ্গীত সেরিমনিতে জমিয়ে নাচলেন আলি-রিচা।
সঙ্গীত সেরিমনি চলাকালীন পরিবারের সদস্যদের সঙ্গে ক্যামেরার সামনে পোজ দিলেন হবু দম্পতি আলি-রিচা। ‘সঙ্গীত সেরিমনি’-তে বন্ধুদের সঙ্গে জমিয়ে নাচতে দেখা গেলো আলি ফজল ও রিচা চাড্ডাকে।
চলতি সপ্তাহেই দিল্লিতে হবে বিয়ের অনুষ্ঠান। এর আগে ১১০ বছরের পুরোনো দিল্লির জিমখানা (১৯১৩ সালে প্রতিষ্ঠিত) ক্লাবে বসেছিল আলি ফজল-রিচা চাড্ডার গায়ে হলুদ ও সঙ্গীতের আসর।