‘আমার প্রিয় জনরা থ্রিলার

বণিক বার্তা প্রকাশিত: ০১ অক্টোবর ২০২২, ০৯:২৬

একাধিক নাটক নির্মাণ করে টেলিভিশনের জনপ্রিয় নির্মাতা হয়ে উঠেছেন ভিকি জাহেদ। বিভিন্ন জনরা নিয়ে কাজ করলেও থ্রিলারধর্মী কাজের জন্য সুনাম রয়েছে এ নির্মাতার। আজ ছোট পর্দায় আসতে যাচ্ছে তার বহুল অপেক্ষিত নাটক ‘পুনর্জন্ম-৩’। ব্যক্তিজীবন ও কর্মজীবন নিয়ে বণিক বার্তার সঙ্গে কথা বলেছেন ভিকি জাহেদ। সাক্ষাত্কার নিয়েছেন সাবিহা জামান শশী।


নিয়মিত থ্রিলারধর্মী কনটেন্ট নির্মাণ করার পেছনে কারণ কী?


করোনার পর থেকে আমি নিয়মিত নাটক নির্মাণ করছি। সব ধরনের কাজ করলেও থ্রিলার একটু বেশি করেছি। থ্রিলার ধারার কাজ কিছুটা কম ছিল সে সময়টায়। সে জায়গা থেকে আমার মনে হয়েছে, ভালো থ্রিলার নিয়ে কাজ করলে মানুষ দেখবে। আর যেহেতু জনরাটা নিয়ে আমাদের দেশে ওভাবে কাজ করা হয়নি, সে ভাবনা থেকেই ২০২০ সালে আমি জন্মদাগ নাটক নির্মাণ করেছিলাম। এরপর পুনর্জন্ম, কায়কোবাদ, রেডরাম করলাম। থ্রিলার নির্মাণের সময় দর্শকের সঙ্গে আলাদা একটা অনুভূতি কাজ করে আমার। মনে হয় আমি আর দর্শক লুকোচুরি খেলছি। আমি তাদের যেটা বলতে চাচ্ছি, সেটা তারা বুঝতে পারবে নাকি পারবে না, এই খেলাটা আমি খুব উপভোগ করি। আমি চেষ্টা করি, যে জনরার কাজ করি, সেটায় যেন কিছু না কিছু থ্রিল থাকে। বলা যায়, এটা আমার কাজের একটা বৈশিষ্ট্য।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us