পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক হিসেবে এম খুরশীদ হোসেন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
আজ শুক্রবার রাজধানীর ফুলবাড়িয়ায় পুলিশ সদর দপ্তরে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও কুর্মিটোলায় র্যাব সদর দপ্তরে খুরশীদ হোসেন দায়িত্ব নেন।
পুলিশ ও র্যাব সদর দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২২ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে র্যাবের মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল–মামুনকে আইজিপি হিসেবে এবং পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এম খুরশীদ হোসেনকে র্যাবের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে ওই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস।