ত্বকের যত্ন(Skin Care) নেওয়া প্রয়োজন আমাদের সবারই। নাহলেই খুব সহজে ত্বকে বয়সের ছাপ পড়তে পারে। আর আপনি নিশ্চয়ই সেটা চান না। আসলে একটা সময়ের পর, প্রাকৃতিক নিয়মে চোখে মুখে বয়সের ছাপ পড়াই স্বাভাবিক। এই জন্য মুখে বলিরেখা আসতে পারে। ত্বকের টানটান ভাব নষ্ট হতে পারে। এমনকী চুলে পাক ধরতে পারে। কিন্তু সময়ের আগেই যদি ত্বকে বয়সের ছাপ পড়তে শুরু করে, তখন তো মন খারাপ হওয়াই স্বাভাবিক।
এমনিতেই ৩০ পেরোলে আমাদের সবার মনের মধ্য়েই একটা চিন্তা তৈরি হয়। প্রতিদিনই একবার করে আয়নায় নিজের মুখ দেখে নিই। মুখে বলিরেখা (Wrinkles) আসছে না তো! এই চিন্তাই সবার প্রথম আসে। আসলে নিজেদের লাইফস্টাইলেও নানা ভুলের জন্য আমাদের ত্বকে বয়সের ছাপ(Skin Aging) পড়ে যায়। এমনকী চিকিৎসক অনিকা গোয়েলও সেরকম ভুলের কথাই উল্লেখ করেছেন। চলুন জেনে নেওয়া যাক।