সিনেমা থেকে ওটিটি—সবখানেই দাপিয়ে বেড়াচ্ছেন রাশেদ মামুন অপু। সম্প্রতি মুক্তি পাওয়া বেশির ভাগ সিনেমায়ই দেখা গেছে তাঁকে। অভিনয়ের দ্যুতি ছড়িয়ে প্রশংসাও কুড়িয়েছেন। এখনো তাঁর ঝুলিভর্তি কাজ।
গতকাল এক দিনেই তিন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন অপু। সিনেমাগুলো হলো জাকির হোসেন রাজুর পরিচালনায় ‘চাদর’, বন্ধন বিশ্বাসের ‘লাল শাড়ি’ ও চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’। এক দিনেই হ্যাটট্রিক হলো তাঁর। অপু বলেন, ‘তিনটি সিনেমা নিয়ে অনেক দিন থেকেই আলোচনা হচ্ছিল। শুটিংয়ের ব্যস্ততায় চুক্তি স্বাক্ষর করা হচ্ছিল না। বুধবার সময় মিলতেই তিনটি সিনেমারই সাইন করে ফেললাম।’