গোটা শিক্ষা কাঠামোর উন্নয়ন জরুরি

কালের কণ্ঠ একেএম শাহনাওয়াজ প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২২, ০৯:০০

জীবন চলার পথে বঙ্গবন্ধুর খুনিরা মাঝে মাঝে আমার মানসভূমিতে দেখা দেয়। তখনই দারুণ ঘৃণায় ধিক্কার জানাই। স্পষ্ট হয়, কী ক্ষতিই না আমাদের করে গেছে এই কুলাঙ্গাররা। আমি জানি না বঙ্গবন্ধুর এবং বঙ্গবন্ধুকে নিয়ে প্রকাশিত যাবতীয় লেখা ও বিভিন্ন সময়ে দেওয়া তাঁর বক্তৃতা আওয়ামী লীগের ছোট-বড় নেতাকর্মী কতটা পড়েছেন বা শুনেছেন।


পড়লে বা শুনলেও কতটা অনুধাবন করেছেন, অনুধাবন করলেও কতটা তাঁর আদর্শের অনুসারী হতে পেরেছেন! সন্দেহটা আমার বরাবরের মতোই রয়ে গেছে। কারণ অনেক গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণে যখন নানা স্খলন দেখি তখন স্পষ্ট হয় বঙ্গবন্ধুর আদর্শ এখানে অনুসরণ করা হচ্ছে না। বিশেষ করে আমাদের দেশের শিক্ষা ক্ষেত্রে যখন নানা অব্যবস্থাপনা তখন বঙ্গবন্ধুর খুনিদের চেহারা আবার দৃশ্যমান হয়। তখন যথারীতি ধিক্কার জানাই। দেখতে পাই বঙ্গবন্ধুর শিক্ষাভাবনা থেকে আমরা কতটা দূরে সরে গেছি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us