ওকিটেলের নতুন পোর্টেবল পাওয়ার স্টেশন পি২০০১

বণিক বার্তা প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২২, ০৮:২৪

নতুন পোর্টেবল পাওয়ার স্টেশন উন্মোচন করেছে চীনের প্রতিষ্ঠান ওকিটেল। পি২০০১ মডেলের পাওয়ার স্টেশনটির আউটপুট সক্ষমতা দুই হাজার ওয়াট আওয়ার (ডব্লিউএইচ)। তবে এটি সর্বোচ্চ চার হাজার ওয়াট আওয়ার আউটপুট প্রদানে সক্ষম। একই সঙ্গে বিদ্যুৎ বিভ্রাটের সময়ে বাসাবাড়িতে ব্যাকআপ পাওয়ার ডিভাইস হিসেবে এটি কাজ করবে এবং ক্যাম্পিংয়েও এটি সহজে বহন করা যাবে। খবর গিজমোচায়না।


প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, অন্যান্য সুবিধার সঙ্গে অফ-গ্রিড ক্যাম্পিংয়েও ওকিটেল পি২০০১ দুদিন পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করতে পারবে। প্রধানত বিদ্যুৎ অথবা সোলার প্যানেলের মাধ্যমে এতে চার্জ দেয়া ব্যবস্থা রয়েছে। ছোট আকৃতির রেফ্রিজারেটর, কাঠের সরঞ্জাম, প্রোজেক্টরসহ ক্যাম্পিং সরঞ্জামগুলোর জন্য এটি শক্তিভাণ্ডার হিসেবেও কাজ করবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us