মা–বাবা দুজনই ডুবেছেন, দুই শিশু ভাইকে নিয়ে লড়ছে কিশোর দীপন

প্রথম আলো প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২২, ২৩:১৫

‘মায়ের লাশ পেয়েছি, দাহ-শ্রাদ্ধও করেছি। কিন্তু পাঁচ দিনেও বাবার খোঁজ পেলাম না। মা–বাবা দুজনই নেই, এখন আমি এই ছোট ভাই দুটোকে নিয়ে কী করব? কীভাবে চলবে আমাদের পড়ালেখার খরচ?’


আজ বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদে এসে এই প্রতিবেদককে এভাবেই কথাগুলো বলছিল কিশোর দীপন চন্দ্র বর্মণ (১৭)। নৌকাডুবিতে নিহত ব্যক্তিদের পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নগদ অর্থসহায়তা নিতে এসেছিল সে।


দীপন চন্দ্র বর্মণের বাড়ি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের হাতিডোবা-ছত্রশিকারপুর এলাকায়। ১৩ বছর ও ৩ বছর বয়সী আরও দুটি ভাই রয়েছে দীপনের। বাবা ভূপেন্দ্র নাথ বর্মণ মানুষের বাড়িতে বাঁশের বেড়া তৈরির কাজ করে সংসার চালাতেন।


মহালয়ার অনুষ্ঠানে যোগ দিতে গত রোববার দীপনের মা–বাবা ও তিন বছর বয়সী ছোট ভাই অন্যদের সঙ্গে করতোয়া নদী পার হচ্ছিলেন। মাঝনদীতে নৌকাডুবিতে তলিয়ে যান তাঁরা। ঘটনার পর শিশু দীপু উদ্ধার হলেও তলিয়ে যান মা–বাবা। ঘটনার পরদিন মা রুপালি রানীর (৩৬) লাশ উদ্ধার হলেও এখনো নিখোঁজ বাবা ভূপেন্দ্র নাথ বর্মণ (৪০)।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us