কেবিন ক্রুদের অন্তর্বাস পরা বাধ্যতামূলক করল পাকিস্তানের জাতীয় বিমান সংস্থা

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২২, ২০:৫৯

পাকিস্তানের জাতীয় বিমান পরিবহন সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ) কেবিন ক্রুদের জন্য নতুন একটি নিয়ম জারি করেছে। এ নিয়ম অনুযায়ী কেবিন ক্রুদের অন্তর্বাস পরিধান বাধ্যতামূলক।


নতুন এ অদ্ভুত নিয়ম অনুযায়ী সব কেবিন ক্রুকে ফর্মাল পোশাকের নিচে অবশ্যই অন্তর্বাস পরতে হবে। পিআইএ'র দাবি বিমানের ক্রুদের ভালো বেশভূষার অভাবে সংস্থাটির ওপর 'মন্দ ছাপ' পড়ছে এবং এটির 'নেতিবাচক ভাবমূর্তি' তৈরি হচ্ছে।


'গভীর উদ্বেগের সঙ্গে দেখা যাচ্ছে যে আন্তঃনগর ফ্লাইটের কিছু কেবিন ক্রু ক্যাজুয়াল পোশাক পরে কাজ করছেন, হোটেলে থাকছেন, ও বিভিন্ন জায়গায় যাচ্ছেন। এ ধরনের পোশাকের কারণে মানুষের মনে পিআইএ নিয়ে মন্দ ইমপ্রেশন তৈরি হচ্ছে। এটির ফলে ওই ব্যক্তি এবং একইসঙ্গে সংস্থার ভাবমূর্তিও ক্ষুণ্ণ হচ্ছে,' এক নির্দেশনায় জানিয়েছে পিআইএ।



ওই নির্দেশনায় ফর্মাল প্লেইন পোশাকের নিচে 'উপযুক্ত অন্তর্বাস' পরিধানের মাধ্যমে 'উপযুক্তভাবে পোশাক' পরার জন্য বলা হয়।


গাইডলাইনে আরও বলা হয়েছে, কেবিন ক্রুদের পোশাক পাকিস্তানের সংস্কৃতি ও জাতীয় মূল্যবোধ অনুযায়ী হওয়া উচিত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us