১৬ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগেই টি-টোয়েন্টিতে বেশ কিছু পরিবর্তন এনেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ১ অক্টোবর থেকেই নতুন নিয়মগুলো কার্যকর হতে যাচ্ছে।
জেনে নেওয়া যাক সেই নিয়মগুলো—
ক্যাচ আউটে ব্যাটসম্যানের অবস্থান
এতদিন ক্যাচ আউটের সময় ফিল্ডারের হাতে বলটি তালুবন্দি হওয়ার আগেই যদি ক্রিজে থাকা দুই ব্যাটসম্যান নিজেদের ক্রস করে ফেলতেন তাহলে নতুন ব্যাটসম্যান নন-স্ট্রাইক প্রান্তে খেলা শুরু করতেন। কিন্তু এখন থেকে নতুন নিয়মে আর এটি হবে না। নতুন ব্যাটসম্যান আউট হওয়া ব্যাটসম্যানের প্রান্তেই ব্যাটিং শুরু করবেন।
লালার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা
করোনার কারণে দুই বছরের বেশি সময় ধরে বলে লালা প্রয়োগে নিষেধাজ্ঞা থাকলেও এখন তা স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে। কোনো দল এই ভুল একবার করলে, তাদের সতর্ক করে দেওয়া হতো। দ্বিতীয়বার করলে বোলার এবং অধিনায়ককে শাস্তি দেওয়া হতো।
ব্যাটিং শুরুর জন্য সময় কমল
এখন থেকে ওয়ানডে এবং টেস্টে কোনো ব্যাটসম্যান আউট হওয়ার পর দুই মিনিটের মধ্যেই নতুন ব্যাটসম্যানকে প্রথম বল খেলার জন্য প্রস্তুত হতে হবে। আগে তিন মিনিট সময় পেতেন। তবে টি-টোয়েন্টিতে আগের মতোই তিন মিনিট বহাল থাকছে।