অবসাদ কাটাতে মনোবিজ্ঞানীর সঙ্গে যোগাযোগ করেছিলেন রোনালদো

আজকের পত্রিকা প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২২, ২০:৪৭

তারকা খেলোয়াড়দেরও দুঃসময় আসে। তাঁরাও অবসাদে ভোগেন। যেমনটা এখন হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে। অবসাদ কাটাতে তিনি যোগাযোগ করেছিলেন বিখ্যাত মনোবিজ্ঞানী জর্ডান পিটারসনের সঙ্গে। এক টকশোতে এসে সিআর সেভেনের সঙ্গে কথা বলর বিষয়টি জানান পিটারসন।



অতিথি হিসেবে গতকাল পিয়ার্স মরগানের এক টকশোতে গিয়েছিলেন জর্ডান। তাঁর সেই সাক্ষাৎকার টু্ইটারে ভাইরাল হয়ে যায়। বিখ্যাত এই মনোবিদ জানালেন, ‘কয়েক মাস আগে তিনি (রোনালদো) খুবই সমস্যায় পড়েছিলেন এবং তাঁর এক বন্ধু আমার বেশকিছু ভিডিও পাঠিয়েছিলেন তাঁকে এবং তিনি ভিডিওগুলো দেখেছেন জানিয়েছেন। তারপর তিনি আমার একটা বই পড়ে উপকৃত হয়েছিলেন এবং আমার সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। আমি তাঁর বাড়িতে গিয়েছিলাম এবং আমরা প্রায় দুই ঘণ্টা  আলাপ-আলোচনা করেছিলাম।


জাঁকজমকপূর্ণ পরিবেশে থাকতে যা যা দরকার, সবই তিনি আমায় দেখিয়েছেন। আমরা তাঁর সঙ্গী সম্পর্কেও আলাপ-আলোচনা করেছি। তিনি ভবিষ্যতে কী করতে চান ও বর্তমানে কী কী সমস্যার মুখোমুখি হচ্ছেন তা নিয়েই আমরা বেশিরভাগ সময় আলোচনা করেছিলাম।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us