পূজার আগে ত্বকের যত্ন

সমকাল প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২২, ২০:২৬

পাঁচদিন ধরে চলে দুর্গাপূজার মহা উৎসব। মহাষষ্ঠী থেকে উৎসব শুরু হয়ে শেষ হয় বিজয়া দশমীতে। বাড়িতে বাড়িতে অতিথিদের আগমন লেগে থাকে। মিষ্টি মুখ থেকে চলে খাওয়া দাওয়া। উৎসবের আগে নিজের ত্বকের যত্নে এখনই প্রয়োজনীয় কাজগুলো সেরে নিতে পারেন।


ফেসিয়াল: প্রতিমাসে এক বা দুবার ত্বক গভীরভাবে পরিষ্কার করে নেওয়া জরুরি। উৎসবের আগেই ত্বকের ধরণ অনুযায়ী ফেসিয়াল করে ফেলুন। ফেসিয়াল করলে ত্বকে বেশি সময় ধরে ম্যাসাজ করা হয়। ফলে ত্বকের সজীবতা বাড়ে। তাই শেষ মুহূর্তের জন্য অপেক্ষা না করাই ভালো। ত্বকের ধরন অনুযায়ী ফেসিয়াল করিয়ে ফেরতে পারেন।


হেয়ারকাট : চুল কাটার পরে সেটি ফেসের সাথে ম্যাচ হতে বেশ খানিকটা সময় লাগে। তাই যদি চুল কাটার পরিকল্পনা থাকে তাহলে এখুনি তা সেরে ফেলুন। তবে নতুন কোনো হেয়ারকাট এখন না করাই ভালো।


মেনি ও পেডিকিউর: রোদে অনেকসময় কাটালে হাত-পায়ে ট্যান পড়ে যায়। উৎসবরের দিনগুলি ঘিরে হাত- পায়ের যত্ন ও উজ্জ্বলতা ফেরাতে মেনিকিউর-পেডিকিউর করিয়ে নিতে পারেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us