ছদ্ম রূপান্তর বা 'সিউডোমরফোসিস' খনিজবিদ্যায় প্রচলিত একটি পরিভাষা, যা প্রায়ই খনিজ আহরণকারীদের বিভ্রান্ত করে। জার্মান দার্শনিক অসওয়াল্ড স্পেংগার গত শতকের বিশের দশকে পশ্চিমা বিশ্বের অবক্ষয়কে ব্যাখ্যা করতে সিউডোমরফোসিস ধারণা ব্যবহার করেছিলেন। বর্তমান ভারতের পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও এখন এটা সত্য বলে মনে করা হয়। সিউডোমরফোসিস বা ছদ্ম রূপান্তর হলো অন্তর্নিহিত বাস্তবতার সঙ্গে বহির্বাস্তবতার চূড়ান্ত বৈপরীত্য। তিস্তা চুক্তি ঝুলে থাকতে থাকতে সাম্প্রতিক সময়ে দুই প্রধানমন্ত্রীর আলোচ্যসূচিতেও স্থান না পাওয়ার সঙ্গে এর মিল খোঁজা নিশ্চয় বাড়াবাড়ি নয়।
বাংলাদেশকে অকৃত্রিম বন্ধু বলে দাবি করে ভারত। বাংলাদেশের পক্ষ থেকেও কখনও কখনও অভিন্ন দাবি করা হয়। অথচ তিস্তা নদী, যেটি উত্তরবঙ্গের অন্যতম লাইফ লাইন, সেটি নিজেই মৃতপ্রায় এবং নদীর পানির অনিবার্য অংশ পাওয়া নিয়ে আলোচনাও মৃতপ্রায়।