রূপপুরের সঞ্চালন লাইনের বড় চ্যালেঞ্জ নদী পারাপার

বণিক বার্তা প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২২, ০৮:৩৪

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ পরিবহনের জন্য নির্মাণ করা হচ্ছে দীর্ঘ সঞ্চালন লাইন। সাত প্যাকেজের মাধ্যমে এ সঞ্চালন লাইন নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)। প্রকল্পের বেশির ভাগ অর্থায়ন হচ্ছে ভারতীয় লাইন অব ক্রেডিটের (এলওসি) আওতায়। এলওসির আওতায় প্রকল্পটি বাস্তবায়ন করতে গিয়ে এ-সংক্রান্ত অনেক শর্তও পরিপালন করতে হচ্ছে পিজিসিবিকে। এতে প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতাও বেড়েছে। কয়েকটি প্যাকেজের কাজ এগিয়েছে অত্যন্ত ধীরগতিতে। বিশেষ করে নদীর ওপর দিয়ে সঞ্চালন লাইন পার করতে গৃহীত প্যাকেজটি বাস্তবায়ন করাই এখন পিজিসিবির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বর্তমান পরিস্থিতিতে কাজ দ্রুত এগিয়ে নিতে প্যাকেজটি বাস্তবায়নে ভারতীয় এলওসির আওতায় অর্থায়ন থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে পিজিসিবি।


রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ বেশ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শেষ নাগাদ উৎপাদনক্ষম হয়ে উঠবে বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট। এটি উৎপাদন সক্ষম হলেও সময়মতো সঞ্চালন লাইন প্রস্তুত না হলে বিদ্যুৎকেন্দ্রটিকে বসিয়েই রাখতে হবে। যদিও এর ক্যাপাসিটি চার্জ, ঋণের অর্থ, সুদ পরিশোধসহ অন্যান্য ব্যয় ঠিকই বহন করতে হবে সরকারকে। কিন্তু প্রকল্পের প্যাকেজ-৬-এর আওতায় সঞ্চালন লাইনের ১৬ কিলোমিটার দীর্ঘ নদী পারাপারের কাজটি বাস্তবায়নের গতি বিদ্যুৎকেন্দ্রটির অর্থনৈতিক মুনাফাযোগ্যতাকে বড় চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। পিজিসিবির নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত প্যাকেজটির অগ্রগতি হয়েছে মাত্র ২ শতাংশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us