রেকর্ড গড়া নতুন নয় লিওনেল মেসির। প্রতি ম্যাচেই করছেন কোনো না কোনো রেকর্ড। আজ জ্যামাইকার বিপক্ষে দুর্দান্ত জয়ের ম্যাচেও জোড়া গোলে নতুন রেকর্ড গড়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। একের পর এক ম্যাচ জয়ের নায়ক মেসিকে নিয়ে প্রশংসাবাণী ঝরেছে কোচ লিওনেল স্কালোনির কণ্ঠে। ৩৫ বছর বয়সী তারকার সঙ্গে সঙ্গে সুইস টেনিস কিংবদন্তি রজার ফেদেরারের তুলনা করেছেন আর্জেন্টাইন কোচ।
নিউজার্সির রেড বুল অ্যারেনায় জ্যামাইকাকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। তাতে জাতীয় দলের জার্সিতে শততম জয়ের দেখা পেয়েছেন মেসি। আর্জেন্টিনার হয়ে মেসির গোলসংখ্যা এখন ৯০। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিন নম্বরে ওঠে এসেছেন তিনি। মেসিকে নিয়ে স্কালোনি বলেছেন, ‘আমি তার খেলা খুব উপভোগ করি। সে ফেদেরারের মতো। তিনি (ফেদেরার) অবসর নেওয়ার পর পুরো বিশ্ব স্তম্ভিত হয়ে গিয়েছিল। কারণ টেনিস কোর্টে তাঁকে আর দেখা হবে না। ফেদেরারকে খেলতে দেখলে ভালো লাগত। মেসির ক্ষেত্রেও একই ঘটনা। এ কারণে সব দেশের মানুষই তার খেলা উপভোগ করে। ফেদেরারের অবসর নিয়ে যেমন হয়েছে তেমনটা হবে মেসির ক্ষেত্রেও। মেসির বিদায়েও কাঁদবে বিশ্ব।’