‘স্লাইডএবল’ পিসি নির্মাণের লক্ষ্যে একযোগে কাজ করছে প্রযুক্তি শিল্পের প্রথমসারির দুই প্রতিষ্ঠান স্যামসাং ও ইনটেল। সম্প্রতি এ অভিনব প্রযুক্তি ভাবনার প্রথম প্রোটোটাইপও দেখিয়েছে তারা।
২৭ সেপ্টেম্বর ইনটেলের ‘ইনোভেশন’ আয়োজনে মূল বক্তব্য দিতে মঞ্চে হাজির হয়েছিলেন স্যামসাং ডিসেপ্লর প্রধান নির্বাহী জেএস চই; ১৩ ইঞ্চির একটি ট্যাবলেট পিসির প্রোটোটাইপ নিয়ে এসেছিলেন তিনি, স্লাইড করলেই যা ১৭ ইঞ্চির মনিটরে পরিণত হয়।
“আমরা পিসির জন্য পৃথিবীর প্রথম ১৭ ইঞ্চি স্লাইডএবল ডিসপ্লের ঘোষণা দিচ্ছি,” মঞ্চে বলেন চই।
‘এই ডিভাইসটি বড় স্ক্রিন আর বহনযোগ্যতা উভয় চাহিদাই মেটাবে’ বলে দাবি করেন তিনি।
প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ বলছে, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, পিসির ক্ষেত্রে ‘ফোল্ডএবল’ ডিসপ্লে বানানোর ভাবনা ছেড়ে স্লাইডএবল ডিসপ্লে প্রযুক্তির দিকে ঝুঁকছে স্যামসাং ডিসপ্লে।