গোসলের কৌশলে সুগন্ধি ছড়াবে সারাবেলা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২২, ২২:০৯

প্রিয় সুগন্ধি দীর্ঘস্থায়ী করতে গোসলের সময় কিছু পন্থা অবলম্বন করা যায়।


যুক্তরাষ্ট্রের ‘গুড কেমিস্ট্রি’র ‘ফ্রেগনেন্স ডিরেক্টর’ গ্রেটা প্যাগেল বলেন, “সুগন্ধ ফিকে হয়ে যাওয়ার কারণের মধ্যে রয়েছে সুগন্ধির ধরন, গঠন, শরীরের তাপমাত্রা, আশপাশের পরিবেশ, নাকের আর্দ্রতা ইত্যাদি।”


ওয়েলঅ্যান্ডগুড ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে তিনি আরও জানান, ‘অ্যাম্বার’, ‘ভ্যানিলা’, ‘মাস্ক’ এই ধরনের সুগন্ধিগুলো গঠনগত কারণেই দীর্ঘসময় স্থায়ী হয়। ‘ইউ দে পারফুমস’য়ের তুলনায় ‘ইউ দে তয়লেতস’ বেশিসময় স্থায়ী হয়।


তবে আবহাওয়াও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’


প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ‘লাক্সারি লাইফস্টাইল ইনফ্লুয়েন্সার’ এবং ‘ফরেভার মুড’য়ের প্রতিষ্ঠাতা জ্যাকি আইনা সুগন্ধি স্থায়ী করার কিছু উপায় জানিয়েছেন একই প্রতিবেদনে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us