জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক শেরীফা কাদের বলেছেন, প্রার্থীর নাম পড়তে পারে না বলেই এখনও অধিকাংশ ভোটার প্রতীক দেখে ভোট দেন। এমন বাস্তবতায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে ভোট নেয়া যৌক্তিক হবে না।
বুধবার বিকালে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় মিলনায়তনে আগামী ৫ নভেম্বর জাতীয় সাংস্কৃতিক পার্টির জাতীয় সম্মেলন উপলক্ষ্যে এক প্রস্তুতি সভায় সভাপতির বক্তৃতায় শেরীফা কাদের এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের অধিকাংশ রাজনৈতিক দল ইভিএমে ভোট নেওয়ার বিপক্ষে মতামত দিয়েছেন। আসলে দেশের মানুষ নির্বাচনে ইভিএম চায় না। দেশের মানুষ মনে করে ইভিএমে ভোট নেওয়ার সিদ্ধান্ত দুরভিসন্ধিমুলক। সারা পৃথিবী যখন ইভিএম বর্জন করছে, তখন ইভিএম নিয়ে নির্বাচন কমিশনের অতি উৎসাহ সবার মনে সন্দেহ সৃষ্টি করেছে। বর্তমান বাস্তবতায় মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠাই গুরুত্বপূর্ণ।