বাংলাদেশকে বদলে দেওয়া নেতা

কালের কণ্ঠ প্রদীপ কুমার পাণ্ডে প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২২, ১৭:২৮

বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট সব সময়ই কণ্টকাকীর্ণ ছিল। খুব সহজে কোনো কিছু অর্জিত হয়নি এই দেশে। বঙ্গবন্ধু তাঁর জীবদ্দশায় বাংলার মানুষকে স্বাধীনতা প্রদানের জন্য সংগ্রাম করে গেছেন বিধায় তাঁরই নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশ গড়ার প্রত্যয়ে বঙ্গবন্ধু দেশে ফিরেই কাজ শুরু করেছিলেন।


কিন্তু তিনি তাঁর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে পারেননি, কারণ ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকের দল তাঁকে পরিবারের বেশির ভাগ সদস্যের সঙ্গে নির্মমভাবে হত্যা করেছিল। বঙ্গবন্ধু-পরবর্তী সময়ে বাংলাদেশের জনগণ এক কালো অধ্যায় অতিক্রম করেছে। বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য এবং বাংলাদেশকে বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠার ক্ষেত্রে যাঁর অবদান সবচেয়ে বেশি তিনি হচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা। আজ ২৮ সেপ্টেম্বর আমাদের সেই মহীয়সী নেত্রীর জন্মদিন। এই শুভ দিনে আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই মাননীয় প্রধানমন্ত্রী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us