বগুড়ার বাজার শীতের আগেই শীতকালীন আগাম সবজিতে ভরপুর এখন। তবে দাম আকাশছোঁয়া। ক্রেতারা বলছেন, আগাম শীতকালীন সবজি বাজারে উঠলেও দাম অন্যবারের চেয়ে দ্বিগুণের বেশি। তবে ভালো দাম পাওয়ায় শীতকালীন সবজি চাষে আগ্রহ বেড়েছে কৃষকের। শীতকালীন সবজির চারা রোপণ ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তাঁরা।
বগুড়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, জেলায় এবার ৪ হাজার ৩৮৫ হেক্টর জমিতে শীতকালীন আগাম সবজির চাষ হয়েছে। বাজার এখন ভরপুর এই সবজিতে।
আগাম সবজির ভালো দাম পেয়ে কৃষকেরা এখন পুরোদমে ব্যস্ত শীতকালীন সবজি চাষে। জেলায় এবার ১৩ হাজার হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষের প্রস্তুতি চলছে। বগুড়ায় এবারও রেকর্ড পরিমাণ জমিতে শীতকালীন আগাম সবজির চাষ হয়েছে। আবাদ হওয়া আগাম সবজির মধ্যে রয়েছে মুলা, শিম, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, ঢ্যাঁড়স, লালশাক, পালংশাক, পুঁইশাক, কাঁচামরিচ, করলা, বরবটি, ঝিঙে, শসা, কচুমুখী, পটল ইত্যাদি।