ওপেনার সাব্বিরে মোহভঙ্গ

সমকাল প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২২, ১০:৫৫

হঠাৎ করেই কোনো কোনো ক্রিকেটারের প্রতি ভালো লাগা তৈরি হয় জাতীয় দল সংশ্নিষ্ট কর্মকর্তাদের। সাব্বির রহমান ও নাজমুল হোসেন শান্ত তেমন দু'জন ক্রিকেটার। বিসিবির কিছু কর্মকর্তার আশীর্বাদপুষ্ট হয়ে বিশ্বকাপ দলে জায়গা পেয়ে গেছেন তাঁরা। কিন্তু ওই কর্মকর্তারা হয়তো ভুলে গিয়েছিলেন, মাঠের খেলায় নকল করে পারফরম্যান্স করা যায় না। এর প্রমাণ সাব্বির দিয়ে ফেলেছেন টানা তিন ম্যাচে ওপেনিং করতে নেমে। ৫, ০ ও ১২ রান করা সাব্বিরে তাই মোহভঙ্গ কর্তাদের। ৩০ বছর বয়সী এ ব্যাটারের জন্য একাদশে আর জায়গা খুঁজে পাচ্ছেন না কোচ শ্রীধরন শ্রীরাম। নিউজিল্যান্ডের ত্রিদেশীয় সিরিজে সাব্বিরের জায়গা ঠিক করা হয়েছে রিজার্ভ বেঞ্চে।


২০১৯ সালে জাতীয় দল পর্ব শেষ করে ফেলেছিলেন সাব্বির। গত তিন বছর টেস্ট, ওয়ানডে, টি২০ কোনো সংস্করণেই ছিলেন না তিনি। একের পর এক শৃঙ্খলা ভেঙে নিষেধাজ্ঞায় পড়েছিলেন। ঘরোয়া লিগে নজর কাড়ার মতো পারফরম্যান্সও ছিল না। তবুও জাতীয় নির্বাচক প্যানেল মুগ্ধ ছিলেন সাব্বিরে। বাংলাদেশ 'এ' দলের ওয়েস্ট ইন্ডিজ সফরে ৫০ ওভারের ম্যাচে একটি হাফ সেঞ্চুরি (৬২ রান) করেই সুযোগ পান এশিয়া কাপ দলে। এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে নিয়মিত দুই ওপেনার এনামুল হক বিজয় ও নাঈম শেখের ব্যর্থতার সুযোগে শ্রীলঙ্কার বিপক্ষে মেকশিফট ওপেনার হিসেবে সাব্বিরকে খেলানো হয় মিরাজের সঙ্গে। মিরাজ তিন ম্যাচের দুই ইনিংসে রান করলেও সাব্বির প্রমাণ করে দেন জাতীয় দলের মানে আর নেই তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us