জাপানের নিহত সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের শেষকৃত্য আজ। তার শেষকৃত্যকে কেন্দ্র করে বিক্ষোভ শুরু হয়েছে জাপানে। বিবিসি জানিয়েছে, কয়েক হাজার বিক্ষোভকারী জমায়েত হয়েছে।
শিনজো আবের শেষকৃত্যে উপস্থিত থাকতে সারা বিশ্বের নেতারাও টোকিওতে জমায়েত হচ্ছেন।
গতকাল সোমবার রাজধানী টোকিওর রাজপথে বিক্ষুব্ধ মানুষের ঢল নেমেছিল।
জাপানের প্রচলিত প্রথা অনুযায়ী রাজপরিবারের জন্য শুধু আয়োজিত হয় রাষ্ট্রীয় শেষকৃত্য। এর আগে দুজন প্রধানমন্ত্রীকেও অবশ্য দেওয়া হয়েছিল এই সম্মান।
জাপানিরা মনে করেন, শিনজো আবে কোনোভাবেই পৌঁছাতে পারেননি সেই পর্যায়ে। এজন্য আবের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়াকে ‘বাড়তি আয়োজন’ আখ্যা দিচ্ছেন তারা।