ইউক্রেইনের পূর্বাঞ্চলীয় চার অঞ্চলে গণভোট চলছে। রুশ নিয়ন্ত্রিত এসব অঞ্চলকে রাশিয়ার অংশ করে নেওয়াই এ ভোটের উদ্দেশ্য। কিন্তু কাজাখস্তান রাশিয়ার মিত্রদেশ হয়েও এ গণভোটকে স্বীকৃতি না দেওয়ার ঘোষণা দিয়েছে।
রাশিয়ার সাবেক সোভিয়েত অংশীদারদের অন্যতম ঘনিষ্ঠ মিত্রদেশ কাজাখস্তান।
সোমবার মধ্য এশিয়ার এ দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, তারা ইউক্রেইনের পূর্বাঞ্চলের অঞ্চলগুলোকে রাশিয়ার গণভোটের মাধ্যমে নিজেদের করে নেওয়ার প্রক্রিয়াকে স্বীকৃতি দেবে না।