বিদেশে চাকরি দেওয়ার নামে মানব পাচার চক্রের হোতাসহ গ্রেপ্তার ৪

সমকাল প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২২, ১৫:৩৫

মধ্যপ্রাচ্যসহ ইউরোপের বিভিন্ন দেশে ভালো বেতনে চাকরি দেওয়ার নামে লোকজনকে আকৃষ্ট করে মানব পাচার চক্রের সদস্যরা। বিদেশে পাঠানোর খরচ হিসেবে তারা ৪-৮ লাখ টাকা নেয়। শেষে ভ্রমণ ভিসায় বিদেশে নেওয়ার পর বেরিয়ে আসে তাদের ভিন্ন রূপ। চাকরিপ্রত্যাশীদের গোপন স্থানে আটকে রেখে পাসপোর্ট ও সঙ্গে থাকা অর্থ কেড়ে নেওয়া হয়। শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন।একপর্যায়ে প্রতারিত ব্যক্তিরা দেশে আসার জন্য আবারও ৫-৬০ হাজার টাকা দিয়ে চক্রের কাছ থেকে পাসপোর্ট ফেরত নেন।


এমন প্রতারণায় জড়িত একটি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। তারা হলেন- চক্রের অন্যতম হোতা তোফায়েল আহমেদ, তার সহযোগী আক্তার হোসেন, আনিছুর রহমান ও মো. রাসেল। আজ সোমবার সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম ও রাজধানীর গুলশান এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ১৬টি পাসপোর্ট, ৩টি চেক বই, ৪টি স্ট্যাম্প, ৫টি মোবাইল ফোন, ৪টি বিএমইটি কার্ড উদ্ধার করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

রাজধানীতে র‌্যাবের অভিযানে ৩৮ কিশোর আটক

বিডি নিউজ ২৪ | ঢাকা মেট্রোপলিটন
৮ মাস, ২ সপ্তাহ আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us