বাগদান সারলেন সংগীতশিল্পী আসিফ আকবরের বড় ছেলে শাফকাত আসিফ রণ। কনে গোপালগঞ্জের ইসমত শেহরীণ ঈশিতা।
শনিবার (২৪ সেপ্টেম্বর) দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে রণ-ঈশিতার বাগদান সম্পন্ন হয়। সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ছেলের বিয়ে নিয়ে নিজের ফেসবুকে পেজে দীর্ঘ একটি স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন আসিফ আকবর।
স্ট্যাস্টাসে এ শিল্পী বলেন— আমার ছেলে শাফকাতের বিয়ে হচ্ছে গোপলগঞ্জের কাশিয়ানীতে। আমার বেয়াই ইমতিয়াজ হোসেনের ছোট মেয়ে ইসমত শেহরীন ঈশিতা। শাফকাত আমাদের যৌথ পরিবারের বড় ছেলে।
‘চমৎকার হাসিখুশি ও সুখী একটি একান্নবর্তী পরিবারের সঙ্গে একীভূত হতে পেরে খুব ভালো লাগছে। আমি কুমিল্লাবাসী হিসেবে এখন গোপালগঞ্জের বেয়াই হয়ে গেলাম।’