ট্রফি ভাঙার ঘটনায় বিব্রত প্রশাসন, তদন্ত কমিটি গঠন

আজকের পত্রিকা প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৯:৪৩

বান্দরবানের আলীকদম উপজেলার নির্বাহী কর্মকর্তার ট্রফি ভাঙার ঘটনায় প্রশাসন বিব্রত। আজ রোববার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম এ এইচ হুমায়ুন কবির সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন।


অতিরিক্ত সচিব বলেন, ট্রফি ভাঙার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজকের মধ্যেই প্রতিবেদন পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।


হুমায়ুন কবির আরও জানান, এই তদন্ত কমিটি করা হয়েছে জেলার অতিরিক্ত প্রশাসকদের সমন্বয়ে।



এন আগে, বান্দরবানের আলীকদম উপজেলায় একটি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণীতে গিয়ে ট্রফি ভেঙে ফেলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহরুবা ইসলাম। এ ঘটনায় শুক্রবার বিকেল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা-সমালোচনা চলছে। ইউএনওর বিরুদ্ধে ক্ষোভ জানাচ্ছেন অনেকে। ইউএনওর বিরুদ্ধে ফেসবুক স্ট্যাটাস দিয়ে তাঁর অপসারণ দাবি করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল কালাম।  


শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের মাংতাই হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আবাসিক স্বাধীন যুব সমাজের উদ্যোগে জুনিয়র একাদশ বনাম রেপারপাড়া বাজার একাদশ ফুটবল টিমের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহরুবা ইসলাম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us