নৌকাডুবি: নিহত ২৪ জনের মধ্যে ২৩ জনই হিন্দু সম্প্রদায়ের

ডেইলি স্টার প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৯:৩৪

পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় নিহতদের বেশিরভাগই হিন্দু সম্প্রদায়ের। মহালয়া উপলক্ষে একটি ধর্মসভায় যোগ দিতে উপজেলার বড়শশী ইউনিয়নে বদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন তারা।


পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, নিহত ২৪ জনের মধ্যে ২৩ জনই হিন্দু। একজন মুসলিম। তারা বোদা ও দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে। নিহতদের ১২ জন নারী, ৪ জন পুরুষ এবং ৮ শিশু।


আজ রোববার দুপুর দেড়টার দিকে মাড়েয়া ইউনিয়নের আউলিয়া ঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে যাত্রা শুরু করার কয়েক মিনিটের মধ্যে ইঞ্জিনচালিত নৌকাটি ডুবে যায়। ঘটনার পর ৭০-৮০ জনকে উদ্ধার করা হয়। বোদা, পঞ্চগড় ও আটোয়ারী উপজেলা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট নৌকা নিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।


জীবিত উদ্ধার হওয়াদের মধ্যে ১০ জন বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। এই ঘটনায় কেউ নিখোঁজ রয়েছেন বলে জানা যায়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us