You have reached your daily news limit

Please log in to continue


ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া যৌথভাবে সামরিক মহড়া চালানোর আগেই শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া। স্থানীয় সময় আজ রবিবার স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রটি তাইচন এলাকা থেকে সকাল ৭টার দিকে উৎক্ষেপণ করা হয়। এক বিবৃতিতে এ দাবি করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী।

আলজাজিরা জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি কী ধরনের ছিল এবং কতদূর পর্যন্ত পৌঁছায় তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট করতে পারেনি সিউল। তবে সিএনএন জানিয়েছে, কোরীয় উপদ্বীপের পূর্ব উপকূলের দিকে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া।

জাপানের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, টোকিও অনুমান করেছে যে- ক্ষেপণাস্ত্রটি উচ্চতায় ৫০ কিলোমিটার পর্যন্ত উঠেছিল। এটি জাপানের বিশেষ অর্থনৈতিক জোনের বাইরে পড়েছে। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন