কভিড-১৯ মহামারীতে কোয়ারেন্টিন নীতিমালায় আপাতত পরিবর্তন আনছে না মালয়েশিয়া। দেশটির স্বাস্থ্যমন্ত্রী কাইরি জামালুদ্দিন জানান, চলতি বছরের শেষ পর্যন্ত বিদ্যমান করোনা নীতিমালা কার্যকর থাকবে। খবর দ্য স্ট্রেইটস টাইমস।
গতকাল শনিবার জামালুদ্দিন বলেন, প্রধানত কোয়ারেন্টিন নীতিমালা কার্যকর রাখার কারণে আমরা কভিড-১৯ মহামারীকে নিয়ন্ত্রণে রাখতে পেরেছি।
বর্তমানে কভিড টেস্টে পজিটিভ হলে মালয়েশিয়ায় সাত দিনের হোম কোয়ারেন্টিনের নিয়ম রয়েছে। তবে চতুর্থ দিনে টেস্ট নেগেটিভ হলে নিভৃতবাসের বাধ্যবাধকতা থাকে না।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, চলতি বছরের শেষ পর্যন্ত কোয়ারেন্টিনের এ নীতিমালা বজায় রাখবো।