করোনায় আরও ৬৭৭ মৃত্যু, শনাক্ত ৩ লাখ ১৮ হাজার

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২২, ১১:০৫

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় ৬৭৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে তিন লাখ ১৮ হাজার ৭২৭ জন। আর সুস্থ হয়ে উঠেছেন চার লাখ ৫৩ হাজার ৭০ জন।


মহামারি শুরুর পর থেকে ভাইরাসটিতে এ পর্যন্ত মোট মারা গেছেন ৬৫ লাখ ৩৯ হাজার ৯৩৩ জন। সংক্রমিত হয়েছেন ৬২ কোটি ৪৩ হাজার ৪৫৮ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৬০ কোটি ৯ হাজার ৬৮৩ জন।


রোববার (২৫ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।


এর আগে শনিবার (২৪ সেপ্টেম্বর) ২৪ ঘণ্টায় এক হাজার ১৮৯ জনের মৃত্যু ও চার লাখ দুই হাজার ৯৪৬ রোগী শনাক্ত হয়।


গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাশিয়ায়। দেশটিতে এসময়ে ১১১ জনের মৃত্যু এবং ৫১ হাজার ২৬৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এনিয়ে রাশিয়ায় শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো দুই কোটি সাত লাখ ৪৬ হাজার ১৬৩ জনে। তাদের মধ্যে মারা গেছেন তিন লাখ ৮৬ হাজার ৬৬২ জন। আর সুস্থ হয়ে উঠেছেন এক কোটি ৯৭ লাখ ১০ হাজার ৫৯৯ জন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us