ফেসবুক এমন একটি মাধ্যম, যেখানে খুব সহজেই মানুষকে ধোঁকা দেওয়া সম্ভব এবং সুযোগসন্ধানী অনেকেই সেই কাজগুলো করে চলেছে। মানুষ নিজের পরিচয় আড়াল করে আকর্ষণীয় পদ-পদবি আর বেশভূষা ধারণ করে প্রতারণা করে যাচ্ছে। কোনো না কোনোভাবে এমন ফাঁদে পড়লে নিশ্চিত সর্বনাশ এবং কখনো কখনো তা মৃত্যুর ঝুঁকিতে পর্যন্ত গড়ায়। যদিও এমন প্রতারণা প্রায়ই সশরীরে ঘটানো হচ্ছে এবং নানারকম জটিলতায় ও ভয়ে সাধারণ মানুষের ভাবনা দুর্ভাবনায় পরিণত হচ্ছে।
কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু মানুষ মিথ্যে পদ-পদবি বা পেশার ব্যবহার করে প্রতারণার আশ্রয় নিচ্ছে। আর দুঃখজনক হলো, আমাদের দেশের কিছু নারী বিভ্রান্ত হয়ে নানাবিধ ঝক্কিঝামেলায় পড়ছেন। ফেসবুকের অপরিচিত কারও ওপর এতটা নির্ভরযোগ্যতা বা বিশ্বাস হয় কী করে? তবে কিছু নারীও একইভাবে প্রতারণা করছেন কিছু পুরুষের সঙ্গে। বিষয়টি বেশ অবাক লাগার মতো বৈকি! যেখানে পরিচিতদের ঠিকমতো চেনা যায় না, আত্মীয়স্বজন দ্বারা মানুষ প্রতারিত হচ্ছে সেখানে একটি অপরিচিত আইডি কত সহজেই কতটা কাছাকাছি হওয়ার সুযোগ পাচ্ছে। অবাক বলেই অবাক!