পাকিস্তান-শ্রীলংকাকে ‘অপেক্ষায় রেখেছে’ চীন

যুগান্তর প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২২, ২১:৫৩

স্মরণকালের ভয়াবহ বন্যায় নাজেহাল পাকিস্তান। এই অবস্থায় পাকিস্তানের সফররত সেনাপ্রধানকে কারিগরি সহায়তার দেওয়ার প্রস্তাব দিয়েছে চীন। যদিও ‘সব সময়ের’ মিত্র পাকিস্তানকে কোনো আর্থিক সহায়তার ঘোষণা দেয়নি বেইজিং। 


আর্থিক চাপের সম্মুখীন পাকিস্তান এবং শ্রীলংকা আর্থিক সহায়তার জন্য দীর্ঘদিন ধরেই বেইজিংয়ের সঙ্গে আলোচনা করছে। কিন্তু আলোচনায় সামান্য অগ্রগতি না হওয়ায় উভয় দেশই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দিকে ঝুঁকেছে।


তবে আইএমএফকে দেওয়া তাদের নতুন প্রতিশ্রুতি এখন চীনের কাছে তাদের পাওনা অর্থপ্রদানের উপর প্রভাব ফেলতে পারে। কারণ দুই দেশই গত  পাঁচ বছরে চীনের কাছ থেকে ২৬ বিলিয়ন মার্কিন ডলারের বেশি ঋণ নিয়েছে। 


চীনের জিয়ানে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া এবং চীনের প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল ওয়েই ফেংহে এর মধ্যে আলোচনার পর চীন পাকিস্তানের বন্যা ত্রাণ কাজের জন্য প্রযুক্তিগত সহায়তা দেওয়ার ক্ষেত্রে আশাবাদ ব্যক্ত করেছে বলে পাকিস্তানের সরকারি আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ জানিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us