শিল্পমালিকেরা তবু নিজস্ব বিদ্যুৎকেন্দ্রে আগ্রহী

প্রথম আলো প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২২, ০৮:২৯

দেশে ২০২১-২২ অর্থবছরে কারখানায় নিজস্ব বিদ্যুৎকেন্দ্র করতে অনুমোদন নেওয়ার সংখ্যা বেড়ে আড়াই গুণ হয়েছে। এই অর্থবছরে সংখ্যাটি দাঁড়িয়েছে ১১৫। আগের অর্থবছরে অনুমোদন দেওয়া হয়েছিল ৪৪টি নিজস্ব বিদ্যুৎকেন্দ্র। দেশে লোডশেডিং বাড়ার পর নিজস্ব বিদ্যুৎকেন্দ্রের আবেদন আরও বেড়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) গত ২২ আগস্টের বোর্ড সভায় উঠেছিল ২০টি নিজস্ব বিদ্যুৎকেন্দ্রের আবেদন।


এর বাইরে অনেকেই নিজস্ব বিদ্যুৎকেন্দ্রের সক্ষমতা বাড়িয়ে নিতে আবেদন করছেন। ২০২১-২২ অর্থবছরেও ৭৯টি সক্ষমতা বাড়ানোর আবেদন অনুমোদন পেয়েছে।


সব মিলিয়ে এখন কারখানার নিজস্ব বিদ্যুৎকেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪৬০। এসব কেন্দ্রের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৪ হাজার ৭২৩ মেগাওয়াট, যার ১ হাজার ৭৮০ মেগাওয়াট ডিজেলভিত্তিক। অবশ্য ডিজেলভিত্তিক নিজস্ব বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ১ হাজার ৯২ মেগাওয়াট ক্ষমতা হলো ছাড় সনদের (ওয়েভার সার্টিফিকেট) আওতায় ছোট আকারের কেন্দ্র, যা সাধারণভাবে জেনারেটর হিসেবে পরিচিত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us