বগুড়ায় ইউএনওর বিরুদ্ধে নৈশপ্রহরীকে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ

প্রথম আলো প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২২, ২২:১৬

বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সমর কুমার পালের বিরুদ্ধে এলজিইডির চতুর্থ শ্রেণির এক কর্মচারীকে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সেই সঙ্গে পেটানোর পর ওই কর্মচারীকে গলা ধাক্কা দিয়ে উপজেলা পরিষদ থেকে বের করে দেন বলে জানা গেছে। এ সময় উপজেলা প্রকৌশলী মাহবুবুল হকও সেখানে উপস্থিত ছিলেন বলে ভুক্তভোগী জানিয়েছেন।



ওই কর্মচারীর নাম আলমগীর হোসেন শেখ (৪৫)। তিনি উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কার্যালয়ের নৈশপ্রহরী। গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে বগুড়া সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সে তাঁকে মারধরের এ ঘটনা ঘটে। রাত সাড়ে আটটার দিকে আলমগীরকে উপজেলা পরিষদ চত্বর থেকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আলমগীরের বাড়ি সিরাজগঞ্জ জেলায়।



এদিকে ইউএনওর বিরুদ্ধে কর্মচারীকে মারধরের অভিযোগ তদন্তে আজ শুক্রবার কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সালাহউদ্দিন আহমেদকে কমিটির প্রধান করা হয়েছে। তবে কমিটিকে সময় বেঁধে দেওয়া হয়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us