অতিরিক্ত মদপান করে অসংলগ্ন আচরণের অভিযোগে কলকাতা বিমানবন্দরের টার্মিনাল থেকে দুই বাংলাদেশি যাত্রীকে বের করে দেওয়া হয়েছে। বুধবার রাতে অন্তর্দেশীয় টার্মিনালের ই পোর্টালের কাছে এই ঘটনা ঘটে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, অন্য যাত্রীরা অভিযোগ করলে তাদেরকে বের করে দেওয়া হয়।
যাত্রীদের নাম প্রকাশ না করার শর্তে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় বুধবার রাতে এই দুই বাংলাদেশি নাগরিক দুই ভারতীয় ইন্ডিগোর বিমান ৬ই ১৮৫৯ বাংলাদেশ ঢাকা থেকে কলকাতায় আসেন কানেক্টিং ফ্লাইট ৬ই ৯৪৬ ধরে ২৩.৫৫ চেন্নাই যাওয়ার জন্য। কলকাতা থেকে তাদের কানেক্টিং ফ্লাইট ছিল। কিন্তু তারা সিকিউরিটি ই পোর্টালের কাছে অচেতন হয়ে পড়ে ছিলেন। এমনকি ঠিকমতো কথাও বলতে সক্ষম ছিলেন না। বিমান সংস্থার চিকিৎসক নিয়ে এসে পরীক্ষা করে জানা যায়, তারা দুইজনই অতিরিক্ত মদপান করেছেন। তাই বাধ্য হয়ে তাদের দুইজনকে নিরাপত্তা রক্ষীরা টার্মিনালের বাইরে বের করে দেন।