সেই কয়েদির পরিচয় মিলবে ডিসেম্বরে

প্রথম আলো প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২২, ১৯:১৮

ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচইয়ের ওয়েব সিরিজ ‘কারাগার-পার্ট ওয়ান’-এর মুক্তির পর আলোচিত হয়েছে। সিরিজের এক রহস্যময় কয়েদির পরিচয় খুঁজতে গিয়ে ধন্দে পড়েছেন দর্শকেরা। চরিত্রটি পর্দায় জীবন্ত করে তুলেছেন চঞ্চল চৌধুরী। তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে দর্শকমহলে।


কোনো সংলাপ ছাড়াই মুখভঙ্গি দিয়ে অভিনয় করে মাত করেছেন চঞ্চল। গায়ে চটের বস্তা চাপানো, উষ্কখুষ্ক চেহারার সেই রহস্যময় কয়েদি কারাগারে কোথা থেকে, কীভাবে এল, সেই প্রশ্নও ঘুরেফিরে জেঁকে ধরেছে দর্শকদের। সত্যিই কি সে মীরজাফরের হত্যাকারী? এমন বহু প্রশ্নের উত্তর নিয়ে ডিসেম্বরে ‘কারাগার-পার্ট টু’ মুক্তি পাচ্ছে বলে জানিয়েছে হইচই।


‘কারাগার’ পরিচালনা করেছেন দুই বছর আগে হইচইয়ে মুক্তি পাওয়া হিট সিরিজ ‘তাকদীর’ নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী। তিনি আগেই জানিয়েছিলেন, ‘কারাগার’-এর দুই পর্বের দৃশ্যধারণ একসঙ্গে করে রাখা হয়েছে। সেপ্টেম্বরে পোস্ট প্রডাকশনের কাজে হাত দেওয়া হয়েছে।
দ্বিতীয় পর্ব কেমন হবে, তার ধারণা দিয়েছেন শাওকী। প্রথম পর্বে গল্পের চরিত্রগুলো প্রতিষ্ঠিত হয়েছে। দ্বিতীয় পর্বে দর্শকেরা বুঝতে পারবেন। কারণ, প্রথম পর্বেই ধারণা দেওয়া আছে। প্রথম পর্বের শূন্যস্থানগুলো কানেক্ট করতে পারবেন তাঁরা। প্রথম পর্ব দেখার পর যেসব প্রশ্ন জেগেছে, দ্বিতীয় পর্বে সেগুলোর উত্তর মিলবে।
সিরিজে চঞ্চল চৌধুরী ছাড়া আরও অভিনয় করেছেন আফজাল হোসেন, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ, তাসনিয়া ফারিণ, এফ এস নাঈম, শতাব্দী ওয়াদুদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, এ কে আজাদ সেতুসহ অনেকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us