বৈচিত্রময় নাট্যদল ‘পালাকার’ তাদের প্রশংসিত মঞ্চ প্রযোজনা ‘উজানে মৃত্যু’ নতুন রূপে মঞ্চে আনছে। আজ ২৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হবে নাটকটি। পালাকার তাদের এই প্রদর্শনীকে ‘নতুন সংষ্করণ’ নামে অভিহিত করছে। ‘উজানে মৃত্যু’ সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত সর্বশেষ নাটক।
তিনটি প্রতীকী চরিত্রের অস্তিত্বহীন অনিশ্চিত গন্তব্যের পরিক্রমায় মানবজীবনের প্রকৃত সত্যের সন্ধান নিয়ে নাটকটি রচিত। পালাকারের মঞ্চস্থ নাটকের একটি দৃশ্য পালাকার সুত্রে জানা যায় যে, নাটকের কলেবর বৃদ্ধির জন্য সৈয়দ ওয়ালীউল্লাহর অন্যান্য রচনার অংশ বিশেষ সংলাপ হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই দিন প্রযোজনাটির ৫১ তম প্রদর্শনী অনুষ্ঠিত হবে। সৈয়দ ওয়ালীউল্লাহর রচনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন তরুন নির্দেশক শামীম সাগর।