You have reached your daily news limit

Please log in to continue


আবারও আগা খান স্থাপত্য পুরস্কার জিতল বাংলাদেশের ২ প্রকল্প

বিশ্বব্যাপী স্থাপত্যের অন্যতম বৃহৎ পুরস্কার আগা খান স্থাপত্য পুরস্কার (একেএএ) ২০২২-এর ৬টি বিজয়ীর মধ্যে দুটি বাংলাদেশের। খন্দকার হাসিবুল কবির এবং সুহেলি ফারজানার ঝিনাইদহের আর্বান রিভার স্পেসেস প্রকল্প এবং রিজভি হাসান, খাজা ফাতমি ও সাদ বেন মোস্তফার ‘রোহিঙ্গা রিফিউজি রেস্পন্স প্রোগ্রামের’ কমিউনিটি স্পেন্সের নকশা ওই পুরস্কার জিতেছে। বাংলাদেশের দুটি প্রকল্প ছাড়াও ইন্দোনেশিয়া, ইরান, লেবানন ও সেনেগালের চারটি প্রকল্প আগা খান পুরস্কারের ১০ লাখ ডলার ভাগ করে নেবে। বাংলাদেশে আগা খান ডেভেলাপমেন্ট নেটওয়ার্কের (একেডিএন) কূটনৈতিক দপ্তর আজ বৃহস্পতিবার এ তথ্য জানায়।

ঝিনাইদহে ‘আরবান রিভার স্পেসেস’ : নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীসহ ঝিনাইদহের সর্বস্তরের জনসাধারণের ব্যাপক অংশগ্রহণে নবগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিষ্কার করে নদীতে অভিগম্যতা বাড়ানোর এই প্রকল্প আপাতদৃষ্টিতে সহজ ছিল। কিন্তু এর মাধ্যমেই স্থানীয় নির্মাণ কৌশল ও সহজলভ্য উপাদান ব্যবহার করে সুবিবেচনাপূর্ণ ও সাদামাটা প্রকল্পটি গড়ে তোলা হয়। এটি স্থানীয়দের কাছে অত্যন্ত আকর্ষণীয় হয়ে ওঠে। এই প্রকল্পের আওতায় নদী তীরবর্তী পরিত্যক্ত ময়লার ভাগাড়কে একটি আকর্ষণীয় বহুমুখী স্থানে পরিণত করা হয়েছে। এরই মধ্যে ঝিনাইদহের মানুষের কাছে এটি ব্যাপক সমাদৃত হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে নদী ও নদী তীরবর্তী অঞ্চলে পরিবেশ দূষণ ও স্বাস্থ্য বিপর্যয় যেমন রোধ করা গেছে, তেমনি নদীর স্বাভাবিক বাস্তুসংস্থানেরও উন্নতি হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন