‘ধন্যবাদ’ জানানো নিয়ে ঝামেলা। সেই ঝামেলা থেকে হাতাহাতি। আর হাতাহাতি গড়াল খুনে।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ব্রুকলিন অঙ্গরাজ্যের পার্ক স্লোপের ৪ নম্বর অ্যাভিনিউর একটি দোকানে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানান, ৩৭ বছরের অভিযুক্ত ব্যক্তি ওই দোকানের বাইরে এসে দাঁড়ালে ভিতরে থাকা এক ব্যক্তি তার জন্য দোকানের দরজা খুলে দেন। কিন্তু দরজা খুলে দেওয়ার জন্য ধন্যবাদ বলেননি তিনি। আর এর ফলেই দ্বিতীয় ব্যক্তি বিরক্ত হন। তিনি বলেন, ‘‘আপনি আমাকে ধন্যবাদ কেন বলেননি? আমাকে ধন্যবাদ জানানো উচিত ছিল।’’ এর জবাবে অভিযুক্ত বলেন, ‘‘আমি আপনাকে দরজা খুলতে বলিনি।’’
এই নিয়ে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। ঝগড়া মুহূর্তে বদলে যায় হাতাহাতিতে। মারামারি করতে করতে তারা দোকানের বাইরে চলে আসেন। এর পরই অভিযুক্ত তার সাইকেল থেকে একটি ছুরি বার করে ওই যুবকের ঘাড়ে এবং পেটে এলোপাথাড়ি ভাবে চালাতে থাকেন।