খেলা নিয়ে মানুষের এত ভালোবাসা জীবনেও দেখিনি: ক্রীড়া প্রতিমন্ত্রী

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২২, ০৮:৫৪

বিমানবন্দরের ঢল থেকে শুরু। রাস্তার দুই পাশে হাজার হাজার মানুষের জাতীয় পতাকা দুলিয়ে সাবিনাদের অভিনন্দন এবং বাফুফে ভবনের কাছে জনসমুদ্র; সবই দেখেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। মন্ত্রী হয়ে একজন সাধারণ মানুষের মতো সাবিনাদের ভবনের ওঠার জায়গাও তৈরি করে দিয়েছেন। কখনও রাগ হয়েছেন, কখনও হেসেছেন।


তবে সব আনুষ্ঠানিকতা শেষে ক্রীড়া প্রতিমন্ত্রী ফুটবলের প্রতি মানুষের এই ভালোবাসাকে দেখেছেন অসম্ভব ইতিবাচক হিসেবে। বুধবার রাতে বাফুফে আয়োজিত সংবাদ সম্মেলনেও ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী। সেখানে তিনি বলেছেন, ‘খেলা নিয়ে মানুষ এত ভালোবাসা দেখাতে পারে, সেটা আমার জীবনেও দেখিনি।’ সংবাদ সম্মেলনে ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল আরো বলেছেন, ‘খেলোয়াড়দের আমার পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন। আপনারা জানেন সানজিদা একটা স্ট্যাটাস দিয়েছিল, সেখানে খোলা বাসের আক্ষেপ করেছিল সে। আমরা এক রাতের মধ্যে সেই ছাদখোলা বাস ব্যবস্থা করেছি।’ ‘মেয়েদের কারণেই দেশের সব মানুষ উৎসবে শরীক হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us