বাংলাদেশের বর্তমান মানবসমাজ সেই আদিম কৌম সমাজ থেকে সামন্ততান্ত্রিক শোষণ ও পরাধীনতার যুগ পেরিয়ে একটি সামাজিক যুদ্ধ বা জনযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে। আমরা শোষকের বিরুদ্ধে লড়াই করে একটি মুক্ত সমাজ গঠন করতে চেয়েছিলাম। কিন্তু এরূপ একটি মুক্ত সমাজ গঠন করতে যে দীর্ঘমেয়াদি সামাজিক প্রশিক্ষণ প্রয়োজন; তা স্বাধীনতা-পরবর্তী রাজনৈতিক নেতারা সার্থকভাবে শুরু করতে পারেননি।
একটি লক্ষ্যকে কেন্দ্র করে স্বাধীনতা-পূর্ববর্তী সময়ে বিভিন্ন সামাজিক শ্রেণির মধ্যে ঐক্য হয়েছিল বটে, কিন্তু সবার সামগ্রিক অভীষ্ট লক্ষ্য এক ছিল না। পাকিস্তানের ঔপনিবেশিক শাসন কাঠামোর মধ্যে সে ধরনের প্রশিক্ষণ প্রদানও সম্ভব হয়নি। ফলে শত শত বছরের অধীনতামূলক মিত্রতার মনস্তাত্ত্বিক অবশেষ এবং বিনষ্ট সম্প্রীতির কুপ্রভাব থেকে আমরা বেরিয়ে আসতে পারিনি। বর্তমান বাঙালি সমাজ এই ক্ষতই বহন করে চলেছে।