বাবরকে টপকে রিজওয়ান-মার্করামের আরও কাছে সূর্যকুমার

প্রথম আলো প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২২, ১৯:২৪

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দল হারলেও মোহাম্মদ রিজওয়ান নিজের কাজটা ঠিকই করেছেন। এশিয়া কাপ ফাইনালের ধীরগতির ব্যাটিংয়ের সমালোচনার জবাব দিয়েছেন ৪৬ বলে ৬৮ রানের ইনিংস খেলে। আইসিসি টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে আগে থেকেই শীর্ষে ছিলেন রিজওয়ান। এই ইনিংস খেলে ক্যারিয়ার সর্বোচ্চ ৮২৫ রেটিং পয়েন্ট নিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান আরও মজবুত করেছেন তিনি।


অন্যদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ভারতের হারা ম্যাচে ব্যাট হাতে সূর্যকুমার যাদব খেলেন ২৫ বলে ৪৬ রানের ইনিংস। ধারাবাহিকভাবে ব্যাট হাতে জ্বলে ওঠার ছাপ আছে র‍্যাঙ্কিংয়েও। পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে পেছনে ফেলে ৩ নম্বর জায়গাটি নিজের করে নিয়েছেন ভারতের এই ব্যাটসম্যান।


অন্যদিকে র‍্যাঙ্কিংয়ে দুইয়ে থাকা দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করামের রেটিং ৭৯২। অস্ট্রেলিয়া সিরিজেই তাঁকে ছাড়িয়ে যাওয়ার ভালো সুযোগ আছে সূর্যকুমারের সামনে। অবশ্য এরপরই দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত।


চলতি বছরটা স্বপ্নের মতো কাটানো হার্দিক পান্ডিয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতেও খেলেছেন ৩০ বলে ৭১ রানের ইনিংস। এই ইনিংসের কল্যাণে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে ২২ ধাপ এগিয়ে তাঁর অবস্থান এখন ৬৫তম।


এশিয়া কাপের পর ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচেও ইনিংস বড় করতে পারেননি বাবর। কদিন আগে রিজওয়ানের কাছে শীর্ষ স্থান হারানোর পর এবার আরও এক ধাপ নিচে নেমে ৪ নম্বরে আছেন পাকিস্তান অধিনায়ক, তাঁর রেটিং ৭৭১।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us