You have reached your daily news limit

Please log in to continue


চার্জিং পোর্ট অপরিবর্তিত রাখতে অ্যাপলের পাঁচ পূর্বাভাস

সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) অনুমোদিত সব স্মার্টফোনে বাধ্যতামূলক ইউএসবি-সি পোর্টের চার্জার-সংক্রান্ত নীতিমালা কার্যকর হলে ২০২৪ সাল থেকে সব ডিভাইসে একই চার্জার সরবরাহ করতে হবে। তবে এ নিয়মে চ্যালেঞ্জের মুখে রয়েছে আইফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। মূলত ই-বর্জ্যের পরিমাণ কমানোর অন্যতম পদক্ষেপ হিসেবে গৃহীত আইনটি একবার বলবৎ হয়ে গেলে স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থাগুলো আর তাদের ফোনের সঙ্গে চার্জার দেবে না। ইইউর পরিসংখ্যানে দেখা যায়, নতুন আইনে প্রতি বছর অন্তত ২৪ কোটি ইউরো বা ২৮ কোটি ডলার অর্থ সাশ্রয় হবে।

বিশ্লেষক মিং-চি কুও মে মাসে আশা প্রকাশ করেছিলেন, অ্যাপলের নতুন আইফোন ১৫ মডেলে লাইটনিং পোর্টের বদলে সর্বজনীন ইউএসবি-সি চার্জিং পোর্ট ব্যবহূত হবে। তবে কুওর বিশ্লেষণ সত্ত্বেও সেপ্টেম্বরে অ্যাপলের কার্যক্রম বিশ্লেষণ করে পাঁচটি কারণে আইফোন ১৫, এমনকি আইফোন ১৬ মডেলেও ইউএসবি-সি পোর্ট ব্যবহারের সম্ভাবনা নেই বলে এক নিবন্ধে জানিয়েছে ফোন এরেনা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন