ভারতের জম্মু কাশ্মীরের পহেলগামে শুটিংয়ে গিয়ে পাথর হামলার মুখে পড়েছেন বলিউড অভিনেতা ইমরান হাসমি। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে, শুটিং শেষ করার পর পহেলগামের মার্কেটে গিয়েছিলেন ইমরানসহ ছবির অন্য কলাকুশলীরা। তখনই তাদের উদ্দেশ্য করে পাথর ছোড়া হয় বলে অভিযোগ ওঠে। অভিযোগ পেয়েই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। এই ঘটনায় এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরই মধ্যে বহু বলিউড চিত্র নির্মাতা ভূস্বর্গে সিনেমার শ্যুটিং করতে চেয়ে আবেদন করেছেন। তার মধ্যেই পহেলগামের এই হামলার ঘটনা ঘটল।
ইমরান হাসমি ‘গ্রাউন্ড জিরো’সিনেমার শুটিং ছরছে কাশ্মীরে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সেনাদের ওপর নির্মিত এই ছবি। এর আগে শ্রীনগরে এই সিনেমার শুটিং হয়। প্রায় ১৪ দিন ইমরান শ্রীনগরে এই ছবির শুটিং করেন। সেই সময় ইমরানকে দেখতে বেশ কয়েকদিন রীতিমতো ভিড় জমে যায়। সেই সময় ব্যস্ত থাকায় ভক্তদের সেভাবে সময় দিতে পারেননি বলেও অনেকে অভিযোগ তোলেন। এরপরই দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগামে শ্যুটিং করতে আসেন ইমরান। সেখানেই তাদের উপর হামলা চালানো হয়।