রাস্তায় চলাফেরা করতে গিয়ে গাড়ির ধোঁয়া নাকে গেলে শরীরের ক্ষতি হতে পারে, এ কথা জানেন অনেকেই। কিন্তু জানেন কি বায়ু দূষণের বিপদ লুকিয়ে থাকতে পারে বাড়ির ভিতরেই? আমেরিকার ‘ক্যালিফোর্নিয়া এয়ার রিসোর্স বোর্ড’ বলছে, বাড়ির রান্নাঘরে থাকা স্টোভ থেকেও ছড়াতে পারে বিপজ্জনক গ্যাস।
রান্নাঘরের গ্যাস স্টোভ থেকে নাইট্রোজেন ডাইঅক্সাইড বা এনওটু নামের একটি গ্যাস নির্গত হয়। রান্নার গ্যাসের দহনের ফলে ঘটা বিক্রিয়ায় উপজাত পদার্থ হিসাবে এই গ্যাস নির্গত হয় বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। এই গ্যাসটি শিশুদের জন্য অত্যন্ত বিপজ্জনক। ডেকে আনে হাঁপানির মতো রোগ। বড়দের ক্ষেত্রেও এই গ্যাস বাড়িয়ে দিতে পারে ‘ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজ’-এর আশঙ্কাও।