ওয়েস্টমিনস্টার অ্যাবিতে রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ার রাজকীয় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এখন রানির মরদেহ বহনকারী কফিন নিয়ে যাওয়া হচ্ছে উইন্ডসরে। রানির শবযাত্রা দেখতে রাস্তার দুই পাশে ভিড় করেছে হাজার হাজার মানুষ।
উইন্ডসর অভিমুখী শবযাত্রার পেছনে একটি গাড়িতে রয়েছেন কুইন কনসোর্ট ক্যামিলা এবং প্রিন্সেস অব ওয়েলস ক্যাথারিন। তাদের সামনে আছেন রাজা চার্লস এবং রাজপরিবারের গুরুত্বপূর্ণ সদস্যরা। তারা কফিনের পেছনে পেছনে হাঁটছেন। ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল এবং কাউন্টেস অব ওয়েসেক্স সোফি দ্বিতীয় একটি গাড়িতে করে যাচ্ছেন। রাজকীয় কানাডিয়ান মাউন্টেড পুলিশের দল শবযাত্রার একেবারে সামনের দিকে রয়েছে।